লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্তি হয়েছিল রাজ্য জুড়ে। সেই নিয়ে তিনি আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু তার সেই ইচ্ছাপূরণ হয়নি।
নির্বাচন কমিশনার রাজভবনে আসেননি তার সাথে সাক্ষাৎ করে আলোচনা করতে। রাজীব সিনহার এই আচরণ একেবারেই পছন্দ করেননি রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ঘটনা একেবারেই নজিরবিহীন। এর ফলাফল কি দাঁড়াতে পারে সেই নিয়েও শুরু হয়েছে জল্পনা। রাজ্যপালের লক্ষ্য ছিল শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করার জন্য তার সাথে আলোচনা। কিন্তু রাজীবের অনীহায় সেটা সম্ভব হয়নি।