গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। সোমবার রাতেও চার নম্বর রেলগেটে ব্যাপক বোমাবাজি চলে।
রবিবার সন্ধ্যা রিষড়ায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেই শোভাযাত্রাকে কেন্দ্র করেই চরম সংঘাত ঘনায় ভরসন্ধেয়। এই সংঘর্ষে বিজেপির একাধিক কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, শাসকদলের দাবি, দিলীপ ঘোষের উস্কানিতে ওইদিন গন্ডগোল শুরু হয়। অশান্তির ঘটনায় ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিস।
ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল নিজের পাহাড় সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে, সরাসরি বিমানবন্দর থেকেই এদিন সকালে পৌঁছন রিষড়ায়। সেখানে অশান্তি রুখতে কড়া বার্তা দেন তিনি। তার পরেই রিষড়া স্টেশন ঘুরে দেখে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানেই রিষড়ার ঘটনায় আহতদের কয়েকজন ভর্তি রয়েছেন। তাঁদের দেখতে যান রাজ্যপাল।