সেরা পূজার পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, ভাবনা, থিম এই সবের উপর ভিত্তি করে বহু পুরস্কার দেওয়া হয় ক্লাব ও পুজো কমিটিগুলিকে।

এ বার দুর্গাপুজোর জন্য দেওয়া পুরস্কার গুলির মধ্যে অন্যতম সেরা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারা প্রতিষ্ঠিত দুর্গারত্ন পুরষ্কার। দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করলেন রাজ্যপাল বোস। দুর্গা প্যান্ডেলের নিরিখে রাজ্যের চারটি মণ্ডপকে সেরার শিরোপা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সাধারণ মানুষের মতামতের বিচারেই ৪ টি পুজো কমিটিকে দেওয়া হয়েছে সেরার সেরা পুজোর তকমা। টালা প্রত্যয়, নেতাজি কলোনি লো-ল্যান্ড, বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব, কল্যাণী লুমিনাস ক্লাব। বিজয়ী চার ক্লাবের হাতে নগদ ৫ লাখ টাকা পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে। একটি করে সম্মাননা পত্র ও একটি ফলকও পাবে।