পাঁচ লক্ষ টাকার ঋণ দেবে সরকার

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, তরুনের স্বপ্ন, যুবশ্রী, সবুজ সাথী ইত্যাদি।

একই সাথে রাজ্যের বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেও চালু করা হয়েছে আরও একটি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্পের নাম হলো ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’। এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট ৮০০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে।

এই প্রকল্পের সাহায্যে নিয়ই রাজ্যের অনেক বেকার যুবক-যুবতী নতুন ব্যবসা শুরুর পথে হাঁটছেন। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে রাজ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের সহজ শর্তে ঋণ দেওয়া হয়ে থাকে। সরকারি এই প্রকল্পে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়ে থাকে।