বাড়তি সতর্কতা নিচে সরকার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতির অভিযোগে তুলেই একাধিক প্রকল্পে টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

তাই এবার নিজস্ব কোষাগার থেকেই কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের জন্য টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এবারে দুর্নীতি রুখতে আবাস প্রকল্প নিয়েই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে রাজ্য সরকার। আবাসের টাকা বিলির আগেই তৈরি করা হচ্ছে সুরক্ষা বলয়।

বাড়তি সতর্কতা অবলম্বন করতে প্রত্যেক উপভোক্তাদের জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। খুব তাড়াতাড়ি বিভিন্ন জেলায় তৈরি করা হবে শিবির। সেখানেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের যাচাই এবং ইউনিক আইডি দেওয়ার কথা রয়েছে।