প্রতিনিয়ত হতে থাকা দুর্ঘটনা রুখতে উদ্যোগী সরকার

প্রতিদিন প্রতিনিয়ত একাধিক দুর্ঘটনা ঘটে রাজ্যে। প্রাণ হারিয়েছে একাধিক, এবার তাতে লাগাম টানতে উদ্যোগ নিয়েছে সরকার। কলকাতা সহ সমগ্র বাংলা জুড়ে নতুন করে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বলা হয়েছে, শহরে যানবাহন চলাচল করার গতি তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। নয়া মাপকাঠি অনুযায়ী, ভিআইপি রোড, বাইপাসের মতো রাস্তাগুলি, যেখানে সহজে সাধারণ মানুষের পারাপার সহ নানান কারণে যানবাহনের গতি বাধার সম্মুখীন হবে না, সেখানে গতিবেগ হবে ৫০ কিমি/ঘণ্টা।

রাজ্যের যে সকল রাস্তায় সাধারণ মানুষের পারাপার বেশি, ঘিঞ্জি রাস্তাগুলিতে গাড়িত গতিবেগ থাকবে ৩০ কিমি/ঘণ্টা। এর মধ্যবর্তী জায়গাগুলিতে ৪০ কিমি/ঘণ্টা গতিবেগ রাখা যাবে। তবে স্কুল, হাসপাতাল রয়েছে এমন জায়গায় গাড়ির গতিবেগ নামিয়ে আনতে হবে ২৫ কিমি/ঘণ্টায়। রাজ্য সরকারের এই নয়া সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।