বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে গত বছর নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার।
এই বছর ডিসেম্বরে ফের একটি সুখবর দিল রাজ্য! সম্প্রতি অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার থেকে রাজ্য সরকারের সব শ্রেণির কর্মীরা এলটিসি-এইচটিসি-তে ট্রেনে সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে এসি কোচের ভাড়া পাবেন।
যে সকল রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন ৫০,০০০ টাকার কম, তাঁদের এসি থ্রি টিয়ারে সফর করার ভাড়া প্রদান করা হবে। ৫০,০০০ টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া দেবে সরকার। এছাড়া যে সকল ট্রেনে শুধুমাত্র চেয়ারকারের বন্দোবস্ত রয়েছে, সেখানে এসি শ্রেণির ভাড়া পাওয়া যাবে।