পূর্বেই ঘোষিত হয়েছিল সময়ের পূর্বেই ঢুকবে বর্ষা। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা৷ কিন্তু দক্ষিণবঙ্গে এখনও হাঁসফাঁস করা গরম৷ কবে দেখা মিলবে মৌসুমী বায়ুর? সেই অপেক্ষায় দিন কাটছে দক্ষিণবঙ্গের মানুষের৷ অবশেষে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ তারা জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই বঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা৷
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ থেকে ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পরবে। একইসঙ্গে ওডিশা, ঝাড়খণ্ড, বিহারের কিছু এলাকাতেও বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। আর মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ১৪ ও ১৫ জুন বিকেলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী তিনদিন তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে সম্ভাবনা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়৷ উত্তরবঙ্গ জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷