বড় খুশির খবর৷ বাড়তে থাকা মূল্যবৃদ্ধির বাজারে, খানিক স্বস্তি৷ আসন্ন পূজার আগে দাম কমল রান্নার গ্যাসের৷ রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে আজ নতুন দাম প্রকাশ করা হয়। তাতে দেখা সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার।
ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন রেট অনুযায়ী আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সর্বোচ্চ ১০০ টাকা কমছে৷ দিল্লি থেকে কলকাতা, পটনা, জয়পুর, গুয়াহাটি, লাদাখ, কন্যাকুমারী, সর্বত্রই এই নয়া দাম প্রযোজ্য হবে। তবে সবচেয়ে বেশি দাম কমেছে কলকাতায়৷
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা দাম কমায় এবার তা হল ১,৯৯৫.৫০ টাকা। রাজধানী দিল্লিতে আগে বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১,৯৭৬.৫০ টাকা।
আজ থেকে তা হল ১,৮৮৫ টাকা। দাম কমেছে মুম্বই এবং চেন্নাইতেও। মুম্বইয়ে ৯২.৫০ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। চেন্নাইয়ে কমেছে ৯৬ টাকা। তবে সব থেকে বেশি দাম কমেছে কলকাতাতেই ১০০ টাকা।
মাসের শুরুতেই ওয়েল মার্কেটিং কোম্পানিগুলি বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানির দাম পুনর্বিশ্লেষণ করে পেট্রোল-ডিজেল ও এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করে। দাম বিশ্লেষণ করেই ওয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমছে। সিলিন্ডার পিছু দাম ৯১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে।
ছোট-বড়ো রেস্তোরাঁগুলিতে রান্নার কাজে বাণিজ্যিক গ্যাসই ব্যবহার করা হয়ে থাকে। পুজোর আগে গ্যায়ের দাম কমায় বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের দাম কমতে পারে বলেও মনে করা হচ্ছে। দাম কমলে কিছুটা হলেও স্বস্তি মিলবে সাধারণ মানুষের৷