লক্ষ্য এখন ত্রিপুরা দখল

লক্ষ্য এখন আগামী দু বছর বাদের বিধানসভা নির্বাচন। আগামী নির্বাচনকে লক্ষমাত্র করে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ত্রিপুরার ওপর এখন পাখির চোখ তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পথে উদ্যোগী হয়ে জনসংযোগ বাড়াতে ত্রিপুরায় আজ একযোগে হাজির থাকছেন ৯ সাংসদ ও বাংলার ১ মন্ত্রী। দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শক্তিবৃদ্ধি করতে এবার কোমর বাঁধছে তৃণমূল। যাদের প্রধান কাজই হচ্ছে আগামী সোমবার খেলা হবে দিবস পালন করা। প্রথম ‘খেলা হবে’ দিবস। তাই ২১শে জুলাই পালনের মতো করেই ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, সাংসদ দোলা সেন ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে গত ৮ আগস্ট খোয়াই থানায় সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ এনেছে ত্রিপুরা পুলিশ। তার পরেই ত্রিপুরার মাটিতে পা রাখছেন ব্রাত্য-দোলা। সেখানে দলীয় বৈঠকের পর পরবর্তী কর্মসূচি স্থির করবে তৃণমূলের প্রতিনিধি দল। বাংলা ছাড়াও ত্রিপুরা, অসম, গুজরাট, উত্তরপ্রদেশে পালিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই দিনটি। আর তাই সাজ সাজ রব সর্বত্র। মুখ্যমন্ত্রীর কথাতেই ইঙ্গিত ছিল, ত্রিপুরায় বিজেপির উপর আরও চাপ বাড়াবে তৃণমূল। উত্তর-পূর্বের রাজ্যে নির্বাচন এখনও দুবছর বাকি। তার আগেই জমি শক্ত করতে চাইছে ঘাসফুল শিবির। এদিন তৃণমূল সাংসদদের ত্রিপুরা যাত্রা একপ্রকার তারই অঙ্গ বলা যেতে পারে।