লক্ষ্য এখন একটাই আগামী লোকসভা নির্বাচন। দীর্ঘ অসুস্থতার পর সবে সুস্থ হয়ে পাটনায় পা রেখেছেন লালু প্রসাদ যাদব। নিজের গড়ে ফিরে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আর তাই নিজের রাজ্যে পা রেখেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রীতিমতো হুংকার ছেড়ে লালুর দাবী, ‘মোদি কো হাটানা হে।’ অর্থাৎ ২০২৪ এর লোকসভা নির্বাচনে যেন তেন প্রকারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিংহাসনচ্যুত করাই এখন লালুর একমাত্র লক্ষ্য।
উল্লেখ্য গত মাসেই বাড়ির সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে এবং ঘাড়ে গুরুতর চোট পান লালু প্রসাদ যাদব। এরপর চিকিৎসার জন্য তাঁকে পাটনা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় দিল্লিতে। দিল্লির এইমস হাসপাতালে দীর্ঘ এক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন আরজেডির কান্ডারী।
এরপর চিকিৎসার পর বেশ কিছুদিন মেয়ে মিশার বাড়িতেই তিনি বিশ্রামে ছিলেন। তবে এর মধ্যেই পাটনার রাজনৈতিক তটে এসেছে বড়সড় পরিবর্তন। গেরুয়া শিবিরের হাত ছেড়ে লালুর দলের সঙ্গে জোট বেঁধে নতুন সরকার গঠন করেছেন পাটনার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
ফলে আগের থেকে বেশ অনেকটাই আত্মবিশ্বাসী লালু। আর তাই নিজের ঘরে ফিরেই বিজেপি শিবিরকে এদিন জোরালো ভাষায় আক্রমণ করতে দেখা গেল লালু প্রসাদকে।
অন্যদিকে খবর, বুধবার লালু পাটনায় ফেরার সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যদিও লালু প্রসাদের সঙ্গে বিহার সরকার উল্টানোর আগেও বেশ কয়েকবার বৈঠক হয়েছে নীতীশের।
সেই বৈঠক শেষ করেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন লালু এবং তখনই তিনি বলেন ২০২৪ এ দিল্লি থেকে বিজেপিকে হঠাতেই হবে। আপাতত এই লক্ষ্যেই নতুন উদ্যমে লড়াইয়ে নামছে আরজেডি এবং জেডিইউ এর নতুন জোট।
অন্যদিকে জানা যাচ্ছে নতুন মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কদের সঙ্গে এরপর থেকে লালু দফায় দফায় দেখা করবেন। সেই সাক্ষাতের উপর ভিত্তি করেই বিজেপিকে আগামী দিনে আক্রমণের লক্ষ্য স্থির করবে নীতীশ-লালুর এই নতুন জোট।
এরমধ্যেই পাটনার বিজেপি দল অভিযোগ করেছে আরজেডির গুন্ডারা মন্ত্রিসভায় ঢুকেছে। তার পাল্টা জবাব হিসেবে আরজেডি জানিয়েছে কিছুদিনের মধ্যেই লালুপ্রসাদ এই অভিযোগের কড়া জবাব দেবেন।