ইন্দোরের রাজওয়ারা প্রাসাদে শুরু হল G20-এর বৈঠক

১৩ ফেব্রুয়ারি ইন্দোরের ঐতিহাসিক রাজওয়ারা প্রাসাদে শুরু হল ভারতের G20 প্রেসিডেন্সির অধীনে কৃষি ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক। এই উপলক্ষে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাজরা বিষয়ক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। যার প্রধান আকর্ষণ ছিল বাজরা পাশাপাশি পশুপালন ও মৎস্য সংক্রান্ত স্টলগুলি।উল্লেখ্য, G20-এর ১৯টি সদস্য দেশের প্রতিনিধি ছাড়াও ১০টি বিশেষ আমন্ত্রিত এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার ১০০ জন প্রতিনিধি এই বৈঠকে অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

G20 প্রেসিডেন্সির অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ক্লাইমেট স্মার্ট উদ্যোগ, ক্ষুদ্র কৃষকদের দ্বারা জলবায়ু স্মার্ট প্রযুক্তি গ্রহণ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে দ্বিতীয় দিনে।

বিদেশী অতিথিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন,  মধ্যপ্রদেশে প্রায় ৬০ হাজার কৃষক প্রাকৃতিক ভাবে চাষ করছেন এবং  এই জাতীয় কৃষকদের প্রচেষ্টা নিশ্চিত করবে যে খাদ্য সর্বদা বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে।