নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মামলার হুঁশিয়ারি।
আইনি নোটিশ পাঠালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। জানা যাচ্ছে আইনি চিঠি পাঠিয়ে রাজ্যপালকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। কিছুদিন আগেই ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত কিছু অভিযোগ তোলার জেরে তার মানহানি হয়েছে, তার জেরেই এই নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
নিজের আইনজীবী মারফত রাজ্যপালকে মানহানির নোটিস পাঠিয়েছেন ওমপ্রকাশ। আগামী সাত দিনের মধ্যে ক্ষমা চাইলে ওমপ্রকাশ মিশ্র উপযুক্ত আইনি পদক্ষেপ নেবেন বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। সেখানে বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত একটি দুর্নীতি নিয়ে সরব হন তিনি।