হামলা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপর৷ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উপর প্রাণঘাতী হামলা৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিনজো। এরই মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলেও খবর৷
জানা গিয়েছে, পশ্চিম জাপানের নারা শহরে একটি জনসভায় বক্তব্য রাখার সময়ই তাঁর উপর এই হামলা চালানো হয়৷ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আততায়ীর কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। যদিও এই হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ (ভারতীয় সময় সকাল ৮.২৯ মিনিটে) ঘটনাটি ঘটে৷
সেই সময় প্রচার কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জাপানি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘাড়ে গুলি লাগে তাঁর৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ রক্তাক্ত অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্ধার করা আকাশ পথে হাসপাতালে নিয়ে আসা হয়৷
ঘটনার সময় নারা শহরে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একাধিক সাংবাদিক। তাঁদের সামনেই ঘটনাটি ঘটে৷ তাঁরা জানিয়েছেন, পিছন দিক থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়েছে৷ তাঁদের সামনেই রক্তাক্ত অবস্থায় সভায় লুটিয়ে পড়েন শিনজো৷
উল্লেখ্য, জাপানে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর কুর্সিতে ছিলেন তিনি৷ ২০০৬ সালে প্রথম প্রধানমন্ত্রী পদে বসেন। এক বছরের মধ্যেই অবশ্য সেই সরকারের পতন ঘটে। পরবর্তীতে ২০১২ থেকে ২০২০ পর্যন্ত ক্ষমতায় ছিল শিনজো সরকার।
এদিকে, এই ঘটনার পরেই যাবতীয় কর্মসূচি বাতিল করে টোকিয়োর উদ্দেশে রওনা দেন বর্তমান প্রধানমন্ত্রী কিশিদা। এদিকে শোনা যাচ্ছে, শিনজো আবের শারীরিক অবস্থা অত্যন্ত সংঙ্কটজনক৷ তিনি সেভাবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন গোটা জাপান।