শোকজ করা হল প্রাক্তন বিচারপতিকে

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করে এবার বিপাকে পড়লেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সম্প্রতি এই প্রাক্তন বিচারপতি নির্বাচনী প্রচারসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ শাণাতে গিয়ে কুমন্তব্য করেছিলেন। বিজেপি প্রার্থীর করা সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।

আর এবার সেই অভিযোগের ভিত্তিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছে কমিশন। কুরুচিকর মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই সাথেই নোটিশে জানানো হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই শোকজ নোটিশের জবাব দিতে হবে।