বড় রকমের বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল

সত্যি সময় খারাপ যাচ্ছে গেরুয়া শিবিরের। অনবরত অন্তর্দ্বন্ধ বেঁধেই রয়েছে গেরুয়া শিবিরে। এরই মাঝে বিরাট বিস্ফোরণ ঘটালেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল মালিক। তিনি এমন মন্তব্য করেছেন যে তাতে বিশাল অস্বস্তি বেড়ে গিয়েছে বিজেপি শিবিরে। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘ঘনিষ্ঠ’ এক শিল্পগোষ্ঠী তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দিতে চেয়েছিল একটি ফাইল পাশ করানোর জন্য! উপত্যকার প্রাক্তন রাজ্যপালের এই দাবিকে কেন্দ্র করে এখন বিরাট হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। 

রাজস্থানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সত্যপাল মালিক দাবি করেছেন যে, জম্মু-কাশ্মীরের দায়িত্বভার নেওয়ার পরে দেশের একটি প্রথম সারির শিল্পগোষ্ঠী এবং আরএসএস-ঘনিষ্ঠ এক নেতার দু’টি ফাইল পাশ করানোর জন্য তাঁকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি দুটি ফাইলই ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। তিনি আরও জানান, এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অল্প সময়ের মধ্যেই জানিয়েছিল সত্যপাল।

প্রধানমন্ত্রী তাঁকে দুর্নীতির সঙ্গে আপস না করার পরামর্শ দিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি। বিরোধীদের দাবি, সত্যপাল মালিক যে প্রথম সারির শিল্পগোষ্ঠীর কথা বলছেন তা আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ। বেশ কয়েকদিনে একাধিক বার তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকদের সরাসরি সমর্থন করে মুখ খুলেছিলেন মেঘালয়ের বর্তমান রাজ্যপাল। এবার এই তাঁর এই ইস্যু আরও চাপ বাড়াল বিজেপির।

মালিকের দাবি, ২০১৮ সালে এই ঘটনা ঘটেছিল। তাঁর কাছে দুটি ফাইল পাশ করানোর জন্য পাঠানো হয়, যার মধ্যে একটি ছিল এক শিল্পগোষ্ঠীর সঙ্গে উপত্যকার সরকারি কর্মচারি, পেনশনভোগী এবং সরকার স্বীকৃত সাংবাদিকদের গোষ্ঠী স্বাস্থ্যবিমা সংক্রান্ত চুক্তির ফাইল এবং অন্যটি। মেহবুবা মুফতি মন্ত্রিসভার আরএসএস-ঘনিষ্ঠ এক সদস্যের একটি ফাইল। এই দুটি পাশ করানোর জন্যই তাঁকে ৩০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানান হয়। তখনই বিষয়টি সুবিধাজনক মনে হয়নি সত্যপাল মালিকের। এরপরেই তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি এই বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি।