রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নতুন বছর শুরু হবে জেলেই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জামিন পাবেন কী পাবেন না তা নিয়ে ধন্দ ছিলই। তবে নতুন বছরের আগে জেলমুক্তি ঘটল না পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত।

তবে তিনি একা নন, এই নির্দেশ দেওয়া হয়েছে সুবীরেশ ভট্টাচার্য–সহ ৭ জনের ক্ষেত্রেও। অর্থাৎ ২০২৩ সালের শুরুতেও জেল বন্দি হয়েই থাকতে হবে তাঁদের। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পার্থদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। আদালতে ঢোকার আগে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।

তৃণমূলের ২৫ তম প্রতিষ্ঠা উপলক্ষ্যে সকল সহকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে বেহালার মানুষদের অভিনন্দন জানান তারাতলা-জোকা মেট্রোর জন্য। পার্থ এও বলেন যে, তিনি আশা রাখছেন বহু প্রতীক্ষিত জোকা–তারাতলা মেট্রো রেল চালু হবে শীঘ্রই। তবে এদিন আদালত থেকে বেরনোর পর পার্থকে বলতে শোনা যায়, সত্যের জয় হবেই। পাশাপাশি তিনি আর্জির সুরে বলেন, তাঁর ওপর যাঁরা আস্থা রেখেছিলেন, এখনও আস্থা রাখুন।