সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইডির পর এবার সিবিআই, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পুর নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরসি ৫ অভিযোগে পার্থকে ‘Shown Arrest’ দেখাতে চায় গোয়েন্দা সংস্থা। এদিকে গত সোমবার রাত থেকেই অসুস্থ পার্থবাবু।
গতকাল রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী। জেল হাসপাতালে রয়েছেন তিনি। জানা যাচ্ছে রাত থেকে বুকে ব্যথা শুরু হয় পার্থ চট্টোপাধ্যায়ের। তার পর থেকে তিনি জেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের মধ্যেই পার্থকে গ্রেফতার দেখাল সিবিআই। ইতিমধ্যেই সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে সিবিআইয়ের বিশেষ আদালত।