সংকটময় সময় পেরিয়েছেন তিনি৷ করোনায় আক্রান্ত হয়ে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ এবার কেটেছে উৎকন্ঠা। বিপদের সময় পেরিয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। তাই আজ হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বুদ্ধবাবুর চিকিৎসায় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরবর্তী একসপ্তাহ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর বাড়িতে নিভৃতবাসে থাকতে হবে৷ বাড়িতে চিকিৎসা নিয়মিত চলবে। অক্সিজেনের মাত্রাও এখন অনেকটা স্বাভাবিক। তাঁর রেমডেসিভিরের কোর্স শেষ হয়েছে। তবে স্টেরয়েড এখনও চলছে৷
উল্লেখ্য, গত ১৮ মে করোনাভাইরাসে আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতে হোম আইসোলেশনে তাঁর চিকিৎসা শুরু হয়। গত মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যায়। উদ্বেগ বাড়তে থাকায় চিকিৎসকরা তাঁকে আর বাড়িতে রাখার ঝুঁকি নেননি। ভর্তি করা হয় হাসপাতালে।