অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

আবার একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি। ফের গুরুতর অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালু প্রসাদ যাদব। জানা যাচ্ছে সম্প্রতি গুরুতর চোট পেয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।

চোটের কারণে বিহারের একটি হাসপাতালে লালুকে তড়িঘড়ি ভর্তি করা হয়। কিন্তু তারপরেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালেই লালু প্রসাদ যাদবকে ফের এয়ার অ্যাম্বুলেন্সে করে আনা হচ্ছে দিল্লিতে। জানা যাচ্ছে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করার জন্য লালুকে পাটনা থেকে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে।

লালু প্রসাদের পরিবার সূত্রে খবর, চলতি সপ্তাহের প্রথম দিকে বর্ষীয়ান এই রাজনীতিবিদ সিড়ি থেকে পা পিছলে পড়ে যান এবং তাতেই গুরুতর চোট পান। যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় বাড়িতেই ছিলেন লালু পত্নী রাবড়ি দেবী। তাঁর তৎপরতাতেই তড়িঘড়ি পাটনার একটি হাসপাতালে লালুকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, পড়ে যাওয়ার কারণে লালু প্রসাদের কাঁধের একটি হাড় ভেঙেছে এবং তাঁর পিঠে গুরুতর চোট লেগেছে।

অন্যদিকে লালু প্রসাদের শারীরিক অসুস্থতার খবর পেয়েই মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালুপুত্র তেজস্বী যাদবের সঙ্গে ফোনে কথা বলেন এবং এই লালু প্রসাদের শারীরিক অবস্থার কথা জানতে চান।

অন্যদিকে আরজেডির তরফ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে তেজস্বী যাদবের এই বার্তালাপ প্রসঙ্গে জানানো হয়েছে প্রধানমন্ত্রী লালু প্রসাদের পরিবারের সদস্যদের সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন এবং একই সঙ্গে লালু প্রসাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে দলীয় সূত্রে খবর, এই মুহূর্তে চোটের কারণে লালু প্রসাদকে দিল্লিতে আনা হলেও রাজনীতিবীদের জীবনের কোন ঝুঁকি ননেই। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে।