গোপন সুত্রে খবর পেয়ে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অভিযান চালিয়ে তিনটি বড় আকারের কচ্ছপ উদ্ধার করল বনবিভাগ। কচ্ছপ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বৈকুন্ঠপুরের শারুগাড়া রেঞ্জের বনবিভাগ। জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালায় বনকর্মীরা। নির্দিষ্ট নম্বরের ট্রাক আসতেই সেদিকে আটকে তল্লাশি চালানো হয়। থার্মোকলের মাছের কার্টুনের আড়ালে কচ্ছপগুলি লুকানো ছিল। কচ্ছপ সমেত ট্রাকটিকে বাজেয়াপ্ত করে তিন ব্যাক্তিকে গ্রেফতার করে বনদপ্তর। ধৃতরা তিনজনই বিহারের বাসিন্দা। ধৃতরা বনদপ্তরের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে কচ্ছপগুলি বিহার থেকে নিয়ে এসে শিলিগুড়ির মাছ বাজারে বিক্রির ছক ছিল।