কুয়াশাচ্ছন্ন কলকাতার আকাশ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে এরম পরিস্থিতি হলেও বঙ্গে কিন্তু ঠান্ডা প্রায় নেই বললেই চলে।

মকর সংক্রান্তি শেষে মাঘের আগমন বাংলায়৷ কিন্তু, শীতের দেখা নেই৷ বিনা শীতেই কেটেছে বাঙালির পৌষ পার্বন৷ হাওয়া অফিসের আশ্বাস ছিল, মাঘের শুরু থেকে ফের ছন্দে ফিরবে শীত৷ সোমবার থেকে ঠাণ্ডা অনুভব করবে কলকাতার মানুষ৷ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলিসিয়াস। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সোমবার সকালে কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়র সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যায়। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷