ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন দীঘার মৎস্য চাষিরা

আবহাওয়াবিদদের আশঙ্কা দানার প্রভাবে উড়িষ্যার পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে সমুদ্র সৈকত পূর্ব মেদনীপুর জেলাতে। আজ বিকেলের পর থেকেই সুপ্রভাত লক্ষ্য করা যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলায়। গত দুদিন ধরে প্রশাসনিক সতর্কতা ক্রমশ জোড়ালো হয়েছে। পর্যটক শূন্য করা হয়েছে পর্যটন কেন্দ্র দীঘাকে। ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে শুরু করেছে দিঘায়। তার আগে আজ সকাল থেকে দীঘা সহ সমগ্র জেলা জুড়ে মেঘলা আকাশ, কখনো হালকা আবার কখনো মাজারি বৃষ্টিপাত সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে।

সমুদ্রের জল স্বাভাবিকের থেকে কিছুটা উত্তাল রয়েছে। এরই মাঝেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন দীঘার সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্য চাষিরা। ঝড় আসার আগে ডিগি নৌকা গুলো কে নিরাপত্তা স্থানে তুলে রেখে কাঠের গুড়ি আটকে রেখে দড়ি দিয়ে বেধে দিয়ে কোনক্রমে পেশায় ব্যবহৃত সামগ্রী বাঁচানোর চেষ্টা করছেন সেখানকার মৎস্য চাষিরা। ঝড়ের প্রভাব কতটা পড়বে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হবে যদিও তা সময়ের অপেক্ষা তবে ঝড় আছড়ে পড়ার পাক মুহূর্তে প্রশাসন থেকে শুরু করে দীঘার মৎস্যজীবী প্রত্যেকেই ডানা মোকাবিলায় তাদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন সকাল থেকেই।