খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে

এক যুবককে পিটিয়ে মুখে বিষ ঢেলে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে খুন করার অভিযোগ উঠল বাবা এবং কাকার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পখিহাগা এলাকায়। জানা যায় মৃত যুবকের নাম সমীরন দাস।
মৃতের মা এবং মাসির অভিযোগ ,গরু বিক্রিকে কেন্দ্র করে পুত্রের উপর আক্রোশ বশত কাকা এবং বাবা মিলে ছেলে সমিরনকে ঘরের ভেতরে ঢুকিয়ে প্রথমে মারধর করে ও তারপর মুখে বিষ ঢেলে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেন।
পরিস্থিতি বেগতিক দেখে বাবা এবং কাকা মিলে সমিরনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এনে ভর্তি করেন। তারপর সকাল বেলায় হাসপাতালেই সমিরনের মৃত্যু হয়। তারপর মৃতদেহ মাথাভাঙ্গা মর্গে এনে ময়না তদন্ত করা হয়।এই নিয়ে এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়, পাশাপাশি যুবকের মৃত্যুর সঙ্গে যুক্ত খুনিদের অবিলম্বে শাস্তির দাবিতে মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে।প্রসঙ্গত এর আগেও ধারাবাহিকভাবে সমিরনকে নির্যাতন করতো বাবা এবং কাকা এমনটাই অভিযোগ মায়ের এবং মাসির।পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।