লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ার প্রথম দিনেই দিকে দিকে অশান্তির ছবি। এবার শাসকদলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর ২ ব্লক।
দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। জানা যাচ্ছে, ব্লক অফিসে সর্বদল বৈঠক সেরে বেরিয়ে মিছিল করে যাওয়ার সময় সালার ব্যাসস্ট্যান্ডের কাছে যুব তৃণমূল কার্যালয়ের সামনে ভরতপুর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের অনুগামীদের বিরুদ্ধে।
এই ঘটনায় অন্তত ১৫ জন জখম হন বলে খবর তৃণমূলের দলীয় সূত্রে খবর। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিনেই এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, এই নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হবে কি না।