অবশেষে স্বস্তির সময়। আর টালবাহানা নয়। যাবতীয় জল্পনার অবসান হবে আজ। স্বস্তি পেতে চলেছে পরীক্ষার্থীরা। হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কবে থেকে শুরু মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, জানানো হবে আজই। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গেই দুপুর দুটোর সময় উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সূচি ঘোষণা করবে শিক্ষা সংসদ। যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে এ বছরের সূচি ঘোষণা করবে। করোনা আবহে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মধ্য বিভ্রান্তি তৈরি হয়। একাধিকবার পিছিয়ে যায় দুটি পরীক্ষাই। সবমিলিয়ে চলছিল দোটানা। এমনিতে এবার জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কীভাবে পুরো পরীক্ষা হবে, সেই সংক্রান্তও ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রায় ৪০ মিনিট বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের সঙ্গে। সেই বৈঠকেই দুই বোর্ডের তরফে পরীক্ষা বিষয়ক যে প্রস্তাব রাখা হয়, তাতে সিলমোহর দেন শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, গত সপ্তাহে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, নিজের স্কুলেই যাবতীয় করোনা-বিধি মেনে পরীক্ষা হবে। সেইসঙ্গে তিনি জানান, এবার তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা হবে।