রাত থেকে তাণ্ডব চালালো একটি দাঁতাল হাতি। গ্রামে এবং চা বাগানে দাঁপিয়ে ঘুরে বেড়ালো। জলদাপাড়ার চিলাপাতা জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে আসে একটি হাতি মঙ্গলবার সকালে দক্ষিণ ও উত্তর কামসিং এবং মথুরা চা বাগান সহ বিভিন্ন এলাকায় দাঁপিয়ে বেড়ায় হাতিটি। এলাকার মানুষ হাতি দেখতে ভিড় জমান এমনকি আতঙ্কে রয়েছেন।
প্রতিনিয়ত হাতি দেখা যায় গ্রামে দাফিয়ে বেড়াতে। হাতির খবর পেয়ে চিলাপাতা রেঞ্জের বনোকর্মীরা পৌঁছায় এবং হাতিটিকে জঙ্গলমুখী করে চিলাপাতার জঙ্গলে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।তবে বনোদপ্তর প্রতিনিয়িত টহল দিচ্ছে সব এলাকায়।