শুক্রবার মধ্যরাতে ফালাকাটা শহরের এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী হয়ে দুই নম্বর ওয়ার্ড রবীন্দ্র নগর সাহাপাড়া হয়ে তিন নম্বর ওয়ার্ডের দুই মাইল চুয়াখোলা হয়ে পারঙ্গের পার ভেতর দিয়ে হাতিটি চলে যায় তিন নম্বর ওয়ার্ডের জোড়া মিল এলাকায় l এখনো হাতি দুটি জোড়ামিল ও দুই নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছেl
খবর পেয়ে রাতেই আসে বনদপ্তর এবং ফালাকাটা থানার পুলিশ l তবে জনমানুষের কোন ক্ষতি হয়নি l এক নম্বর ওয়ার্ডের কিছু আলু ক্ষেত এবং দুই নম্বর ওয়ার্ডের ভুট্টা ক্ষেত এর উপর দিয়ে যাওয়ায় কিছু ফসল নষ্ট হয়।
ফালাকাটা রেল দপ্তর সূত্রে জানা গেছে রেললাইন পারাপার হবার আশঙ্কা রয়েছে হাতিগুলো সেই কারণেই রেলগুলো খুব ধীর গতিতে চালানো হচ্ছে।