শ্মশানের ইলেকট্রিক চুল্লি বিকল, চরম দূর্ভোগে শ্মশান যাত্রীরা

জলপাইগুড়ি মাসকলাই বাড়ি শশ্মানে মৃতদেহ নিয়ে দাহ করাতে এসে চরম হয়রানির শিকার শ্মশান যাত্রীরা। জ্বালানির সমস্যা, চড়া দামে কাঠ কিনে মৃতদেহ দাহ করাতে হচ্ছে বলে অভিযোগ শ্মশান যাত্রীদের। দীর্ঘক্ষণ ধরে মৃতদেহ নিয়ে অপেক্ষায় মৃতের আত্মীয়-পরিজনেরা। বর্তমানে এই শ্মশানে জলপাইগুড়ি পুরসভা দ্বারা পরিচালিত দুটো ইলেকট্রিক চুল্লি রয়েছে। কিন্তু দুটোই বিকল থাকায় চরম সমস্যায় শ্মশান যাত্রাীরা। যদিও পুরসভার তরফ থেকে হিন্দু মহাশ্মশান চত্বরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৩মে বুধবার থেকে আগামী ৯ই মে মঙ্গলবার পর্যন্ত অকস্মাৎ মেরামতের জন্য বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকিবে।

ঘটনায় জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারপার্সন পাপিয়া পাল টেলিফোনে জানান, মেশিন বিকল হয়েছে কাজ চলছে। নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। আসা করছি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে। তবে জ্বালানির সমস্যার বিষয়টিও দেখা হচ্ছে, কিভাবে সমস্যার সমাধান করা যায়।