টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়ায় বিক্ষোভ দেখালেন চালকেরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সেতুমোড় এলাকায়।এদিন সংশ্লিষ্ট থানার পুলিশের পক্ষ থেকেই যানজটের এড়াতে সেতু মোড় থেকে অস্থায়ী টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়। আর তারপরেই পুলিশের এমন ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেই ওই এলাকার টোটো চালকরা বিক্ষোভ দেখান।
টোটো চালকদের বক্তব্য , দীর্ঘদিন ধরেই সেতু মোড় এলাকায় তাদের স্ট্যান্ড রয়েছে। যেহেতু পুরাতন মালদা অধিকাংশ টোটো চালকরা ইংরেজবাজার শহরে যায় না। ফলে সেতু মোড় এলাকা থেকেই যাত্রী ভাড়া নেওয়া হয়। এছাড়াও ইংরেজবাজার এবং পুরাতন মালদা দুই শহরের প্রাণকেন্দ্র এই সেতুমোড় । এখানে বিভিন্ন ধরনের যানবাহনের স্ট্যান্ড রয়েছে। ফলে টোটো চালকদের যাত্রী ভাড়ার জন্য অনেকটা সুবিধা হয়। হঠাৎ করেই এদিন পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে টোটো চালকদের সরে যেতে বলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে সেতুমোড়ে অস্থায়ী এই টোটো স্ট্যান্ডের জন্য তীব্র যানজট বাঁধছে । এখানে কোনরকম স্ট্যান্ড করার নির্দেশ নেই। বেআইনি স্ট্যান্ডের জন্য বিভিন্ন যানবাহনের দাঁড়িয়ে থাকায় যানজট বেঁধে যাচ্ছে। সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে । এই কারণে এদিন অস্থায়ী টোটো চালকদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।