হাসিমারা দশ নং এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ দশ নং এলাকায় হাসিমারা গামী একটি ছোটো মাল বোঝাই গাড়ির সাথে অপর একটি হাসিমারা গামী গাড়ির সংঘর্ষ হয়।এতে ছোটো গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনায় গাড়ির চালক আহত হয়।
হাসিমারা ফাঁড়ির পুলিশ আহত চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।