দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির।
এই মন্দির তৈরির কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। কয়েক কোটি টাকা খরচ করে সরকার এই মন্দির নির্মাণ করছে। পুরীর মতই দিঘার জগন্নাথ মন্দির খুব শীঘ্রই পুণ্যার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
নিউ দিঘা রেলওয়ে স্টেশনের পাশে কাছে ভগীব্রহ্মপুর মৌজায় এই বিশাল আকৃতির মন্দির নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরটি ৬৫ মিটার উঁচু। দিঘায় জগন্নাথ মন্দির তৈরীর দায়িত্ব পেয়েছে হিডকো। ২০ একর জমির উপর এই মন্দিরটি নির্মাণ করা হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলেপাথর ব্যবহার করে।