লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে দোলং নদী

লাগাতার বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ফালাকাটা শহর সংলগ্ন দোলং নদী।ওই নদীর উপর দুর্বল কাঠের সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে জেলা শহর আলিপুরদুয়ারের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা।

দুর্বল কাঠের সেতুটির পাশদিয়ে তৈরি ডাইভারশনটি নদীর জলে ডুবে যাওয়ার দরুন তৈরি হয়েছে বিপত্তি।

ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফালাকাটা ও আলিপুরদুয়ারের মধ্যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই গুরুত্বপূর্ণ পথ দিয়ে মহাসড়কের কাজ শুরু হওয়ার তিন বছর কেটে গেলেও মহাসড়ক কর্তৃপক্ষের গাফিলতির ফলে চরম বিপাকে পড়েছেন তাঁরা।