টলিউডের থেকে সোজা বলিউডের পর্দায় পা রাখল পরিচালক

টলিউড থেকে সোজা বলিউডে পাড়ি দিলেন বাঙালি পরিচালক। টলিউডের পর এবার সরাসরি বলিউডে পা রাখতে চলেছেন বাঙালি পরিচালক অভিনেতা কৌশিক কর। তাঁর প্রথম হিন্দি ছবির নাম ‘ছিপকলি’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন যশপাল শর্মা। লাগান, রাউডি রাঠোর সহ একাধিক জনপ্রিয় বলিউডি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিতে অলোক চতুর্বেদীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। পুরো ছবির শ্যুটিং হয়েছে পশ্চিমবঙ্গের বহরমপুরে। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ছবির প্রযোজক মিমো। তিনি শুধু প্রযোজকই নন, সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন। বাংলায় কাজ করে নিজেও উচ্ছ্বসিত যশপাল। এছাড়া ছবিতে আরও অভিনয় করছেন যোগেশ ভরদ্বাজ, বাংলা ছবি হীরালাল খ্যাত তন্বীষ্ঠা বিশ্বাস সহ অন্যান্যরা। শীঘ্রই আসছে ‘ছিপকলি’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক।