বড় নাশকতার ছক বানচাল করলো দিল্লি পুলিশ

সামনেই আসন্ন বাংলার সব চেয়ে বড়ো পুজো দুর্গাপূজা। এই পুজোর মরশুমে নাশকতার বড় ছক বানচাল করল দিল্লি পুলিশ! দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিমের মদতে একদল জঙ্গি ভারতে বড়োসড়ো হামলার ছক কষেছিল। এই দলটিতে ১৪ থেকে ১৫ জন বাংলাভাষীও ছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্র মারফত খবর পেয়ে এই ছয় জঙ্গিকে আটক করেছে। এখন এই ছয়জনকেই দিল্লিতে আনা হচ্ছে। এদের মধ্যে তিনজনকে উত্তরপ্রদেশ থেকে, একজনকে রাজস্থানের কোটা থেকে এবং দু’জনকে দিল্লিতেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জিসান কামার, জান মহাম্মদ, আলি ওসামা, মহাম্মদ আবু বকর। এদের পুনরায় জেরা করা জন্য প্রত্যেককেই তুলে দেওয়া হবে এনআইএ-এর হাতে। উল্লেখ্য, ধৃতদের কাছে প্রচুর বিস্ফোরকও পেয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এদের প্রত্যেকেই পাকিস্তানের মাটিতে ট্রেনিং নিয়েছে। গাজি নামক এক সামরিক অফিসারের অধীনে এদের ট্রেনিং দেওয়া হয়েছিল। জব্বর এবং হামজা নামক আরও দুই ব্যক্তি গাজির নেতৃত্বে এদেরকে ট্রেনিং দিয়েছিল। ট্রেনিং নিতে এই জঙ্গিরা মাসকট হয়ে পাকিস্তানে পৌঁছেছিল। মূলত, বিস্ফোরক তৈরি, বন্দুক চালানো, বিস্ফোরণ ঘটানোর মতো বিভিন্ন বিষয়ে এদের ট্রেনিং দেওয়া হয়। গ্রেফতারের সময় এদের কাছ থেকে প্রচুর পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সিপি নীরজ ঠাকুর জানিয়েছেন, এই মডিউলটি নেপথ্যে রয়েছে দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম।