আহত তৃণমূল প্রধানকে দেখতে হাসপাতালে গেল মমতার প্রতিনিধি দল। এদিন খড়গপুর শহরে দুই মেদিনীপুর জেলার জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মমতা খবর পান যে,বিজেপির কর্মীদের দ্বারা একান্ত হন তৃণমূল প্রধান তারকনাথ জানা। তৎক্ষণাৎ ওই আহত তৃণমূল প্রধানকে দেখতে হাসপাতালে একটি প্রতিনিধিদল গঠন করেন তিনি। সেই প্রতিনিধি দলে ছিলেন, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্য নেতারা।
এদিকে তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল মিছিল করবে তারা।
উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে পূর্ব মেদিনীপুরের তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার কাণ্ড। ছিঁড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। এদিন তৃণমূল পরিচালিত রঘুনাথপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করে বিজেপির কর্মীরা। এমনকি ওই তৃণমূল নেতার প্যান্ট খুলে দেওয়ার হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ওই তৃণমূল নেতা। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।