সম্পূর্ণ সময় ব্যাংক খোলার সিদ্ধান্ত

রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী। জেনারেল কাস্টের মহিলারা মাসে ৫০০ টাকা ও তফশিলি জাতি-উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে হাতখরচ পাবেন৷ এই প্রকল্পের সুবিধার্থে ফের পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী। এই প্রল্প ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ছে অ্যাকাউন্ট খোলার চাপ৷ রাজ্যের সর্বত্র যাতে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আবেদনকারীদের সমস্যায় না পড়তে হয়, তার জন্য এবার থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। বিবেচনা করেই ব্যাঙ্কের সময়সীমা বাড়ানো কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কিং সেক্টরের সময় ৩টে পর্যন্ত থাকায় একটু সমস্যা হচ্ছে৷ কারণ অমেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাকাউন্ট খুলছেন৷ তিনি আরও বলেন, সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে৷ সে কারণেই আগামী কাল থেকে পূর্ণ দিবস ব্যাঙ্ক খোলা থাকবে৷ যাতে মানুষ আরও বেশি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারে৷

উল্লেখ্য, বর্তমানে বেলা ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা থাকছে ব্যাঙ্ক। তবে এতে সমস্যায় পড়ছেন রাজ্যবাসী। কারণ, অগাস্টের ১৬ তারিখ থেকে শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ। তার জন্য প্রতিদিন হাজার হাজার আবেদনকারীর অ্যাকাউন্ট খোলার কাজ চলছে। আবেদনকারীরা দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিন্তু, ব্যাঙ্কের লম্বা লাইনের জেরে অ্যাকাউন্ট খুলতে বেগ পেতে হচ্ছে। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের দ্রুততার সঙ্গে তা তৈরি করতে এবার পুরো সময় ব্যাঙ্ক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।