পুজো বন্ধের সিদ্ধান্ত কমিটির উদ্যোক্তাদের

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। মাঝে বাকি কটা মাত্র দিন।

এরই মাঝে হবে প্রশাসনিক অসহযোগিতায় বন্ধ হচ্ছে নদীয়া জেলার রানাঘাটের অভিযান সঙ্ঘ পুজো। এবারের পুজোয় ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করর উদ্যোগ নিয়েছিল এই পুজো কমিটি। অনুদান সংগ্রহের মাধ্যমেই দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছিল।

তবে এই পুজো নিয়ে আপত্তি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পুজো করার অনুমতি চেয়ে উদ্যোক্তারা গিয়েছিল হাইকোর্টে। এরই মাঝে পুজো না করার সিদ্ধান্ত নিলেন খোদ উদ্যোক্তারা। জানা গিয়েছে, আইনি লড়াই লড়ার টাকা নেই উদ্যোক্তাদের কাছে। তাই এবারের পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।