চলছে করোনাভাইরাসের চোখরাঙানি৷ গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও ফের বাড়ল সংক্রমণ। চলতি সপ্তাহের প্রথম দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় কমে ১৬ হাজারের গণ্ডিতে প্রবেশ করেছিল।
কিন্তু সেটাই বেড়ে ১৮ হাজার ৩১৩ হয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট। এর সঙ্গেই জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমনের পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একদিনে করোনার বলি হয়েছেন আরো ৫৭ জন।
উল্লেখ্য বিগত দুই সপ্তাহে উদ্বেগজনক হারে অনেকটাই বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। অধিকাংশ দিনই এই মৃতের সংখ্যা ষাটের আশেপাশে ঘোরাফেরা করেছে। ফলে মৃত্যু নিয়ে ফের উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল।
অন্যদিকে জানা যাচ্ছে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর মতো একাধিক রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে গত দুই সপ্তাহে। ফলে সবে মিলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে বাড়ছে উদ্বেগ।
প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে আক্রান্তের সংখ্যায় ফের প্রথম স্থান দখল করেছে মহারাষ্ট্র। গত একদিনে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের হিসেব অনুযায়ী মহারাষ্ট্রে এই মুহূর্তে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ২১৩৫ এ।
অন্যদিকে আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে অবস্থান তামিলনাড়ুর। দক্ষিণের এই রাজ্যে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৪৬ জন। তৃতীয় স্থানে কেরল। এই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪৮৮।
এরপরেই রয়েছে কর্ণাটক, যেখানে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৪২৫ জন। পঞ্চম স্থানে আমাদের রাজ্য বাংলা। বাংলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১২৩২ জন।
অন্যদিকে দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে অবস্থান দক্ষিণের রাজ্য কেরলের। এই রাজ্যে গত একদিনে করোনার বলি হয়েছেন ১৯ জন। এরপরেই ১২ জন দৈনিক মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মহারাষ্ট্র।
অন্যদিকে সাতজন মৃতের সংখ্যা নিয়ে দৈনিক মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান দখল করেছে আমাদের রাজ্য বাংলা। তবে উদ্বেগজনক হারে গত একদিনে মৃতের সংখ্যা বেড়েছে মেঘালয়ে। এই রাজ্যে একদিনে করোনার বলি হয়েছেন চারজন, যা সাম্প্রতিককালে সর্বাধিক।
অন্যদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৭৪২ জন। এদিকে এদিন কিছুটা বেড়েছে সক্রিয় রোগী তথা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস আরো ২৪৮৬ বৃদ্ধি পাওয়ায় এই মুহূর্তে দেশের মোট এক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২৬ এ।