পিছিয়ে গেলো মামলার শুনানির সময়সীমা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইতিমধ্যেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হবে। জানা যাচ্ছে দুপুর ২টোয় এই মামলার শুনানি হবে। সিজেআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে ৪২ নম্বরে মামলা উঠবে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে ধর্ষণ খুন কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট। ৯ আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাঁকে। গত ২০ আগস্ট শীর্ষ আদালতে এই মামলার প্রথম শুনানি হয়েছিল।