বাড়ানো হল স্নাতকের সময়সীমা

বড় বদল করা হলো নিয়মে, এতদিন পর্যন্ত রাজ্যের কলেজগুলিতে তিন বছরের স্নাতক কোর্স চালু ছিল। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে তিন বছরের বদলে চার বছর পড়ানো হবে স্নাতক স্তরে।

জাতীয় শিক্ষা নীতিতে বলা হয়েছিল কলেজগুলিতে ৩ বছরের বদলে চার বছরের স্নাতক কোর্স চালু করতে। নয়া শিক্ষানীতি অনুযায়ী এই মর্মে নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। ইউজিসির এই নিয়ম দেশের অন্যান্য রাজ্যগুলি মেনে নিলেও পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে এতদিন কোনো সিদ্ধান্ত নেয়নি।

কমিশন কেন্দ্রের সিদ্ধান্ত মেনে চার বছরের ডিগ্রী কোর্স চালুর ব্যাপারে সম্মতি জানায়। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি সংসদে পাশ হয় ২০২০ সালে। এরপর এই শিক্ষানীতির অংশ হিসেবে চার বছরের ডিগ্রী কোর্স শুরুর আবেদন জানায় ইউজিসি।