বাড়লো কোভিড বিধিনিষেধের সময়সীমা, নিষেধাজ্ঞা পড়লো ট্রেন পরিষেবায়

করোনা সংক্রমণ রোধে রাজ্যে চলছে কোভিড বিধি নিষেধ। তার ফলে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে বহাল বিধি নিষেধ৷ এবার ফের বাড়ল কোভিড বিধিনিষেধের সময়সীমা। এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবারই ছিল বিধিনিষেধের শেষ সময়সীমা। কিন্তু রাজ্যে কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই ফের ১৫ দিন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, দিনের অন্যান্য সময়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ওই সময় জরুরি পরিষেবা ছাড়া কোনও গাড়ি রাস্তায় চলবে না। এই সময়ের মধ্যে চলবে না লোকাল ট্রেন। তার ফলে চলতি মাসের শেষপর্যন্ত আমজনতার জন্য চলবে না লোকাল ট্রেন। এই বিষয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে সরকার৷

বেসরকারি অফিসের ক্ষেত্রেই এদিন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। সেই নির্দেশিকা অনুযায়ী, বেসরকারি সংস্থার ক্ষেত্রে শুধুমাত্রই তাদেরকেই অফিসে আনা যাবে, যাদের ইতিমধ্যেই দু’টি টিকা নেওয়া হয়ে গিয়েছে। তবে বেসরকারি অফিসগুলিকে আরও কিছুদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থায় চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির বাইরে বেরলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। কোভিড বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মহামারী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ দিন ধেরেই দাবি উঠছে রাজ্যে লোকাল ট্রেন চালানোর জন্য। কোভিডের কারণে ১৫ দিন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে সরকার। ফলে তার প্রভাব পড়ছে লোকাল ট্রেনের উপর। যদিও স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। কিন্তু নিত্যযাত্রীদের দাবি, লোকাল ট্রেন চালু না হলে প্রতি দিন কাজে যেতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। সামান্য যে কয়েকটি ট্রেন চলছে তাতে উপচে পড়ছে ভিড়। ফলে পেটের টানে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। বিধিনিষেধের কারণে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন কার্ফু। সব অফিস এবং কর্মপ্রতিষ্ঠানগুলিকে কোভিডবিধি মেনে চলতে বলা হয়েছে।