বেজে গেলো ভোটের দামামা ঘোষিত হলো দিনক্ষণ

সব জল্পনার অবসান, বেজে উঠলো ভোটের দামামা। উপনির্বাচন নিয়ে বহু দিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হল ভোট গ্রহণের দিন ক্ষন ঘোষণায়। ঘোষণা হল রাজ্যের উপনির্বাচনের। ভবানীপুর সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ।

ভোটগ্রহণের আগেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। সেখানে হবে এমনি নির্বাচন। আর ভবানীপুর কেন্দ্রে হবে উপনির্বাচন। সেই কেন্দ্রের বিধায়ক পদত্যাগ করেছিলেন। ওই কেন্দ্রে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নন্দীগ্রামে হেরেছিলেন বিধানসভা ভোটে। ২০২১ সালে বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু পরে তিনি বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি জানিয়েছিলেন, নিজের ইচ্ছা এবং দলের নির্দেশ মোতাবেক তাঁর তাঁর এই সিদ্ধান্ত।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পর গোটা তৃণমূলেই খুশির হাওয়া বয়ে গিয়েছে। কারণ এই উপনির্বাচনের উপর নির্ভর করছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য। সঠিক সময়ে উপনির্বাচন না হলে, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দিতে হত ওনাকে। আর এই কারণে তৃণমূল নির্বাচনের আগেই কমিশনের এই ঘোষণাকে বড় জয় হিসেবে দেখছে।

তৃণমূল অনেক আগে থেকেই রাজ্য উপনির্বাচন চাইছে আর তার বিরোধিতা করছে বিজেপি। তবে এবার অবসান সব জল্পনা ও বিরোধিতার। কমিশনের নির্দেশ, নির্বাচনের জন্য প্রার্থীরা আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে প্রচার শুরু করতে পারবেেন। তবে মানতে হবে করা কোভিড বিধি।