ঘোষিত হল উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ

পূর্বেই ঘোষিত হয়েছিল আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল৷ সেই ঘোষণা অনুযায়ী আজ সকালেই প্রকাশিত হয়েছে ফলাফল৷ এর পরই শিক্ষা সংসদের তরফে ঘোষিত হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ৷ আগামী ১০ জুন প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল৷ সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে৷

২৭ এপ্রিল এই পরীক্ষা শেষ হয়৷ এর ৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিক ফল প্রকাশিত হতে চলেছে৷ গত দুই বছর করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ এই বছর ফের সশরীরে পরীক্ষা দেন পড়ুয়ারা৷ প্রকাশিত হবে প্রথম দশ জনের মেধা তালিকা৷ চলতি বছর ৮ লক্ষের কিছু বেশি পড়ুয়া এই উচ্চ মাধ্যমির পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন৷ শুক্রবার বেল ১১টার পর তাঁরা নিজেদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন। সংসদের ওয়েবসাইট ছাড়াও বেশ কয়েকটি ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। সেগুলি হল—

www.wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com