বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আলোচনার শিরোনামে কয়লা পাচার মামলা।
আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারকের নির্দেশ অনুসারে, মামলার ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। তবে এবারও মামলায় চার্জ গঠন করা গেল না। এদিন এই মামলায় ৪৩ জন অভিযুক্তকে তলব করা হয়। এর মধ্যে ৪০ জন অভিযুক্ত উপস্থিত হলেও, বাকি ৩জন আদালতে আসেননি। সেই ৩ জনের নাম হল বিনয় মিশ্র, নারায়ণ খাড়্গে এবং জয়দেব মণ্ডল। এর মধ্যে বিনয় ‘নিরুদ্দেশ’।
জয়দেব এবং নারায়ণ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে উপস্থিত হননি। ৩ জন অভিযুক্ত আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির না হওয়ার কারণে চার্জ গঠন করা যায়নি। চার্জ গঠনের দিন পিছিয়ে আগামী ৩ জুলাই দেওয়া হয়েছে।