দেশে কমছে দৈনিক করোনা সংক্রমণের হার, টিকাকরনে জোর কেন্দ্রের

কিছুটা হলেও দেশের করোনা পরিস্থিতির উন্নতি হল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ অনেকটাই কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। একটা সময় দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়ে গেলেও রাজ্যে রাজ্যে লকডাউন-নাইট কার্ফু চালু হতেই সংক্রমণ একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু চার হাজারের উপরেই থাকছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। গত চারদিনে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার কমের দিকেই।

দৈনিক সংক্রমণ কমার এই হার যদি আগামী কয়েকদিনেও অব্যাহত থাকে, তা হলে এই কার্যত লকডাউন আরও বাড়িয়ে দিতে পারেন প্রশাসনিক আধিকারিকরা। কারণ, দিল্লি এবং মহারাষ্ট্রে লকডাউন ফলদায়ী হয়েছে। সেখানে দৈনিক সংক্রমণের হার আগের চেয়ে তো কমেইছে। বস্তুত, এখন মুম্বই এবং দিল্লির দৈনিক সংক্রমণের সংখ্যা এখন মিলিত ভাবে কলকাতার চেয়েও কম। গত চারদিনে পশ্চিমবঙ্গে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজারের উপরেই থেকেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১৯,৮৪৭। শুধু কলকাতায় সংক্রমিতের সংখ্যা ছিল ৩,৫৬০ জন

এখনও পর্যন্ত দেশে মোট ১৯.৩৩ কোটি মানুষের টিকাকরণ হয়েছে। পাশাপাশি আশার খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন, চলতি বছরের শেষেই প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এদিকে, দেশে টিকা সঙ্কট মেটাতে আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন শীর্ষ আধিকারিক এবং ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে কথা বলবেন জয়শঙ্কর। টিকার ঘাটতি মেটাতে সেই সংস্থাগুলির সঙ্গে ভারতে টিকা আমদানি নিয়ে আলোচনা করবেন তিনি।