মহকুমাশাসককে স্মারকলিপি দিলো সিপিআইএম

বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে মৃত তিন কিশোরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, নদী থেকে বালি পাথর তোলার অনুমতি দেওয়া সহ অবিলম্বে বালি পাথর লুঠ বন্ধের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দিলো সিপিআইএম।

এদিন মহকুমা পরিষদের প্রাক্তণ সভাধিপতি তাপস সরকারের নেতৃত্বে সিপিআইএম কর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর তারা স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি সম্প্রতি বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছে সিপিআইএম কর্মীরা।