কোর্টের নির্দেশে চাপ বাড়ল অনুব্রতর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর অগাস্ট মাসে গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

সেই সময় থেকে শ্রীঘরের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে ‘বীরভূমের বাঘ’র। বাংলা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহাড়। এরই মধ্যে কেষ্ট মামলার বেঞ্চ বদলের আরজি জানিয়েছিলেন তার আইনজীবী। সেই বেঞ্চ বদলের আবেদন খারিজ হয়ে গেল।

প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এরপর কিছুদিন আসানসোল বিশেষ সংশোধনাগারে থাকলেও এরই মধ্যে জেলবন্দি নেতাকে গ্রেফতার করে ইডি।