সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। ফাঁসির দাবি জানিয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে তিনি আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানার নির্দেশ দেন।
ইতিমধ্যেই সেই রায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং সিবিআই। এই আবহে মৃত্যুদণ্ড নিয়ে বড় পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে একটি মামলা উঠেছিল।
সেই মামলায় নিজের স্ত্রী ও চার কন্যাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। তবে শীর্ষ আদালতের তরফ থেকে সেই সাজা খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, সাজা ঘোষণার ক্ষেত্রে অপরাধের প্রকৃতির বাইরে গিয়ে দোষীর পরিস্থিতিও মূল্যায়ন করতে হবে।