রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডে নিয়ে সরকারকে বিশেষ নির্দেশ কোর্টের

বেশ কিছুদিন আগে একের পর এক ধর্ষণ কান্ড ঘটে গিয়েছে রাজ্যে। এই নিয়ে চাপ বেড়েছে রাজ্যে। আজই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাঁসখালির নির্যাতিতা ও মৃত কিশোরীর বাবা-মা। আদালতে তারা হাঁসখালি থানার আইসি এবং সেকেন্ড অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। এই ঘটনার প্রেক্ষিতেই আইনজীবী ফিরোজ এডুলজি হাঁসখালি নির্যাতিতার ওই পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এমন দাবি তুলেছেন। এই ইস্যুতে এবার রাজ্যের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

এদিন আইনজীবী ফিরোজ এডুলজি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই ক্ষতিপুরণের দাবি করেছেন। আবেদনে চারটি বিষয় উল্লেখ করে বলা হয়েছে হাঁসখালি নির্যাতিতার ওই পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়ে আদালত রাজ্যের বক্তব্য জানতে চাওয়ার পাশাপাশি প্রশাসনকে বিশদে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে। ২৮ জুন মামলার এই মামলার পরবর্তী শুনানি। এও জানান হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত হলফনামা জমা দিতে হবে। একই সঙ্গে স্টেট লিগাল সার্ভিস অর্থনীতিকেও তার একটি কপি জমা দিতে হবে।

এদিন আবার আদালতে হাঁসখালি নির্যাতিতার বাবা-মা দাবি করেন, তাদের মেয়ের ধর্ষণের অভিযোগ জানাতে তারা যখন হাঁসখালি পুলিশ স্টেশনে গিয়েছিলেন তখন পুলিশ তাদের অভিযোগে নেয়নি। বারবার তাদের থানা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আবার এই ঘটনা প্রসঙ্গে যখন তাকে পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন তখন অভিযুক্তরা তার সামনেই বসেছিলেন। তাদের সামনে রেখেই ভয় দেখায় পুলিশ আধিকারিকরা। এই সমস্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্যই হাঁসখালি থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তারা।